সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে মিন্নির জামিন বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ

minni
আয়শা সিদ্দিকা মিন্নি। ছবি: প্রথম আলোর সৌজন্যে

সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে রিফাত হত্যা মামলায় জামিনে থাকা আসামী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কৌসুলি (এপিপি) সনজিব দাস বলেন, গত ৪ জানুয়ারি বিকেল চারটার দিকে জামিনে থাকা আসামী মিন্নি তিনটি মোটরসাইকেলে পাঁচজন লোক সঙ্গে নিয়ে জাকারিয়া বাবু ও হারুন মৃধার বাড়িতে উপস্থিত হন। এসময় তারা এই দুজনকে সাক্ষ্য দেয়া থেকে থেকে বিরত থাকতে বলেন এবং সাক্ষ্য দিলে রিফাতের মতো পরিণতি হবে বলে হুমকি দেন।

আদালত মিন্নির জামিন বাতিলের আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে বলে জানান সনজিব দাস।

মিন্নির জামিন বাতিল হতে পারে কিনা জানতে চাইলে, রাষ্ট্রপক্ষের কৌসুলি ভুবন চন্দ্র দাস বলেন, জামিনের শর্ত ভঙ্গ করা হয়েছে মনে করলে আদালত মিন্নির জামিন বাতিল করে তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারেন।

জামিন বাতিলের আবেদন প্রসঙ্গে মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম বলেন, এটা হাস্যকর ও কাল্পনিক গল্পের মতো। আমরা আদালতের কাছে মিন্নির জামিনে থাকার বাস্তবতা তুলে ধরেছি। উচ্চ আদালতের নির্দেশনা মেনেই মিন্নির বাবার জিম্মায় বাড়িতে অবস্থান করছেন। তিনি বাড়ি থেকে তো দূরে থাক, ঘর থেকেও বের হন না। আমরা মহামান্য আদালতের কাছে বিষয়টি তুলে ধরেছি।

Comments