অবিচারের ভয়ে জাপান থেকে পালিয়েছি: সাবেক নিশান প্রধান
গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান নিশান-রেনোর সাবেক প্রধান কার্লোস ঘোন লেবাননের বৈরুতে আজ বুধবার (৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বলেছেন, “আমি বিচারের ভয়ে পালাইনি, অবিচারের ভয়ে জাপান থেকে পালিয়েছি”।
তার দাবি, প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দিতেই ষড়যন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটানো হয়েছে।
দুর্ধর্ষ উপায়ে পালিয়ে আসার পর বুধবার জনসম্মুখে আসেন সাবেক নিশান প্রধান। বাদ্যযন্ত্রের বাক্সে ঢুকে একটি চার্টার্ড বিমানে গত মাসে জাপান থেকে লেবাননে পালিয়ে যান তিনি।
সংবাদ সম্মেলনে জাপানের বিচারব্যবস্থার কঠোর সমালোচনা করেন ঘোন। তিনি বলেন, “মৌলিক নীতি ভঙ্গ করেছেন জাপানের আইনজ্ঞরা”।
আইনজীবীর অনুপস্থিতিতে জবানবন্দি নেয়া এবং দ্রুত বিচার না করার অভিযোগ করেন তিনি।
প্রায় আড়াই ঘণ্টার সংবাদ সম্মেলনে ঘোন বলেন, আইনজীবীরা আমাকে বলেছেন বিচারের আগেই জাপানে পাঁচ বছর বন্দী থাকতে হতে পারে। আমি বুঝতে পারছিলেন, না পালালে ওখানেই মরতে হবে।
তিনি বলেন, “আমার নিজেকে জিম্মি মনে হচ্ছিল, অথচ দেশটিতে আমি ১৭ বছর কাজ করেছি”।
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এক বছর আগে ঘোনকে গ্রেপ্তার করা হয়। তাকে জামিন দেয়া হলেও জাপান ছাড়তে নিষেধাজ্ঞা ছিল তার ওপর। ঘোনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের মধ্যে তার বেতন কম দেখানো ও তার নিয়ন্ত্রণাধীন একটি গাড়ির ডিলারশিপের সঙ্গে ৫০ লাখ ডলারের আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ঘোন।
মঙ্গলবার ঘোনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে ইন্টারপোল।
Comments