সুপারকোপার নতুন নিয়ম পছন্দ নয় ভালভার্দের
চারটি ক্লাব নিয়ে মৌসুমের মাঝপথে সৌদি আরবের মাটিতে স্প্যানিশ সুপারকোপা আয়োজনের বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে।
নতুন নিয়মে প্রথমবারের মতো আয়োজিত প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে গতকাল (৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেছেন, ‘(স্প্যানিশ সুপারকোপা) সবসময়ই মৌসুমের প্রথম শিরোপা ছিল এবং এটাই মনে হতো যে এই ম্যাচ দিয়ে মৌসুম শুরু হয়।’
গেল ৩৭ বছর ধরে সুপারকোপা আয়োজিত হতো মৌসুমের একদম শুরুতে। আগের মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন এবং কোপা দেল রে চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হতো ফাইনাল।
কিন্তু গেল বছরের নভেম্বরে নিয়ম বদলের আনুষ্ঠানিক ঘোষণা দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। চারটি ক্লাব নিয়ে আসর আয়োজনের সিদ্ধান্ত জানায় তারা। অর্থাৎ আগের মৌসুমের লা লিগার শীর্ষ দুই দল এবং কোপা দেল রে বিজয়ী ও রানার্সআপ দল খেলবে স্প্যানিশ সুপার কোপায়। আর লা লিগার শীর্ষ দলগুলো যদি কোপা দেল রেতেও ফাইনালিস্ট হয়, তাহলে লা লিগার তৃতীয় ও চতুর্থ দল সুযোগ পাবে প্রতিযোগিতায়।
ফলে এবার বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়াকে নিয়ে প্রথমবারের মতো সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সুপারকোপা।
ভালভার্দে যোগ করেছেন, ‘আমার কাছে মনে হয় আগের নিয়মই ভালো ছিল কিন্তু এটা বদলে ফেলা হয়েছে।’
‘যদি আমাকে পছন্দ করার সুযোগ দেওয়া হতো তবে আমি আগের নিয়মই বেছে নিতাম। কিন্তু ফেডারেশনই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়।’
ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে অ্যাতলেতিকোর বিপক্ষে খেলতে নামবে বার্সা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।
এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। গত রাতে প্রথম সেমিফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা ও গ্যারেথ বেলের মতো তারকাদের ছাড়া খেলতে নামলেও মাঠে তাদের অনুপস্থিতি টের পাওয়া যায়নি।
প্রথমার্ধে টনি ক্রুসের গোলে এগিয়ে যাওয়ার পর রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইস্কো। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান লুকা মদ্রিচ। শেষদিকে ভ্যালেন্সিয়ার হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন দানি পারেহো।
স্প্যানিশ সুপারকোপার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় (১৩ জানুয়ারি)।
সূত্র: মার্কা
Comments