এখনই ‘সাংবিধানিক’ স্বীকৃতি নয়, নাগরিকত্ব সংশোধনী আইন বিষয়ে ভারতের প্রধান বিচারপতি

sa-bobde
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। ছবি: সংগৃহীত

“আমরা এই পরিস্থিতিতে কীভাবে ঘোষণা করতে পারি যে সংসদে পাস করা আইনটি (নাগরিকত্ব সংশোধনী) সাংবিধানিক? সবসময়ই সাংবিধানিকতা একটি অনুমেয় বিষয়। আপনি নিজে একজন আইনের ছাত্র, অতএব আপনার তো এই বিষয়টি জানা উচিত”- এই মন্তব্য ভারতের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদের।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে সংশোধিত নাগরিকত্ব আইনকে ‘সাংবিধানিক’ ঘোষণা করার আবেদন করেছিলেন আইনজীবী বিনীত ধনদা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটির শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেছেন, “এই পরিস্থিতিতে এ জাতীয় আবেদনগুলো কোনো উপকারে আসে না।”

প্রধান বিচারপতি মন্তব্য করেন, “বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। এই সময়ে যেকোনো প্রচেষ্টা শান্তির জন্য হওয়া উচিত।”

নাগরিকত্ব আইনের বৈধতা নিয়ে করা মামলার আবেদনকারী আইনজীবী বিনীত ধনদা বলেন, সুপ্রিম কোর্টকে অবশ্যই সিএএকে ‘সাংবিধানিক’ ঘোষণা করতে হবে এবং যে সব সমাজকর্মী, শিক্ষার্থী এবং সংবাদমাধ্যমগুলো মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রধান বিচারপতি বলেন, “দেশ জুড়ে এই আইনের বিরোধিতায় যে সহিংসতা চলছে তা বন্ধ হওয়ার আগে এর বৈধতা চ্যালেঞ্জ করে করা কোনো আবেদনের শুনানি শুরু করবে না আদালত।”

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

7h ago