শুক্রবার কক্সবাজারে হোটেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনে ক্ষণগণনা কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আগামী শুক্রবার (১০ জানুয়ারি) কক্সবাজারের সকল হোটেল-মোটেলে ২৫ শতাংশ ছাড়ে রুম ভাড়া পাওয়া যাবে।
আজ বুধবার বিকেলে কক্সবাজারের এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, মুজিববর্ষ উদযাপনে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কক্সবাজারে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।
১০ জানুয়ারি সকাল ১১ টায় সৈকতের লাবনী পয়েন্টে বঙ্গবন্ধুর ১০০টি দুর্লভ ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে। এর পর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বড় পর্দায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার শেষে ১০০ বেলুন ও ১০০ কবুতর ওড়ানো হবে। সন্ধ্যা ৬টায় লাবনীয় পয়েন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। রাত ৯টায় সৈকতে উড়ানো হবে ১০০ ফানুস।
ইতোমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এবং জেলার আট উপজেলায় ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে সরকার মুজিববর্ষ ঘোষণা করেছে।
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁওর পুরাতন বিমানবন্দরে ক্ষণগণনার উদ্বোধন করবেন। একই সঙ্গে কক্সবাজারেও ক্ষণগণনা কার্যক্রম শুরু হবে।
Comments