পর্বত-বিষয়ক চলচ্চিত্র উৎসব

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্বত-বিষয়ক চলচ্চিত্র উৎসব ‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল ২০২০’।

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্বত-বিষয়ক চলচ্চিত্র উৎসব ‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল ২০২০’।

আগামীকাল (১০ জানুয়ারি) নীলক্ষেতের ‘রুহুল কুদ্দুস মিলনায়তনে’ উৎসবটি আয়োজন করবে পাহাড়-পর্বত বিষয়ক কমিউনিটি প্ল্যাটফর্ম ‘অদ্রি’।

দিনব্যাপী উৎসবে বিভিন্ন দেশের আটটি অ্যাডভেঞ্চার ও আউটডোর স্পোর্টস ঘরানার চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আজ এক বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, দুই পর্বে বিভক্ত উৎসবটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বিরতির পর তা আবার শুরু হবে বিকাল সাড়ে ৪টায় এবং চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

সকালের পর্বে দেখানো হবে ‘১২১’, ‘হর্স পিস্ত’, ‘সেফ হেভেন’ এবং ‘দিস মাউন্টেইন লাইফ’। বিকালে দেখানো হবে ‘রিটার্ন টু আর্থ’, ‘দ্য হাই রোড’, ‘দ্য নোজ স্পিড রেকর্ড’ এবং ‘ইউনাইটেড স্টেটস অব জো’স’।

প্রতি পর্বের জন্যে প্রবেশ মূল্য ১০০ টাকা।

Comments

The Daily Star  | English

Keep up efforts to build a ‘dignified, unique’ Bangladesh

Yunus urges students; tells them to utilise the unique opportunity to build the nation

41m ago