ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানা, আটক ২

রাজধানীর ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
Dhanmondi--11.jpg
উদ্ধারকৃত জাল টাকা ও নোট তৈরির সরঞ্জাম। ছবি: প্রবীর দাশ

রাজধানীর ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালায় র‌্যাব-১০। সেখানে ওই কারখানার সন্ধান পাওয়া যায়।

সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

র‍্যাব জানিয়েছে, আটককৃতরা পাঁচ বছর ধরে জাল টাকা তৈরি করে আসছেন।

Dhanmondi-22.jpg
র‌্যাবের হাতে আটক দুজন। ছবি: প্রবীর দাশ

কারখানাটি থেকে এক কোটি টাকারও বেশি জাল টাকা এবং নোট তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Column by Mahfuz Anam: Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

9h ago