চার নাকি পাঁচ দিনের টেস্ট, ভারতীয় কোচ দিলেন নতুন বুদ্ধি
টেস্ট ক্রিকেটের দৈর্ঘ্য পাঁচ থেকে চার দিনে কমিয়ে আনার আইসিসির ভাবনাকে ‘অর্থহীন’ বলেছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যদি নিজেদের পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতেই চায়, তাহলে দুরকম উপায়ে টেস্ট আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
ভবিষ্যৎ সূচির আগামী চক্রে অর্থাৎ ২০২৩ সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্ট বাধ্যতামূলকভাবে চালু করার কথা ভাবছে আইসিসি। তবে এই ভাবনায় সায় নেই বিরাট কোহলি, টিম পেইন, বেন স্টোকস, গ্লেন ম্যাকগ্রা, ক্রিস গেইল, রিকি পন্টিংদের মতো বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটারদের। তাদের সঙ্গে এবারে যুক্ত হয়েছে আরও কিছু নাম- শাস্ত্রী, মাহেলা জয়াবর্ধনে ও মিকি আর্থার।
ভারতীয় গণমাধ্যম ‘সিএনএন নিউজ এইটিন’কে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘চার দিনের টেস্ট অর্থহীন।’
আইসিসির প্রস্তাবের সমালোচনা করে চার দিনের টেস্টের বিপক্ষে থাকা ভারতীয় কোচ নতুন একটি বুদ্ধিও বের করেছেন, ‘যদি এভাবে চলতে থাকে, তাহলে সীমিত ওভারের টেস্টও হতে পারে। পাঁচ দিনের টেস্ট নিয়ে অযথা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। যদি করতেই হয়, তাহলে শীর্ষ ছয় দল পাঁচ দিনের টেস্ট খেলুক আর পরের ছয়টি দল খেলুক চার দিনের টেস্ট। টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখতে চাইলে শীর্ষ ছয়টি দলকে একে-অপরের বিপক্ষে বেশি বেশি খেলতে দেওয়া হোক। আর খেলাটিকে জনপ্রিয় করতে সংক্ষিপ্ত সংস্করণ তো আছেই।’
শ্রীলঙ্কার কোচ ও আইসিসির ক্রিকেট কমিটির সদস্য আর্থার বলেছেন, ‘দেখুন, আর্থিক চাপ ও এ জাতীয় বিষয় থাকবেই। কিন্তু আমি মনে করি, টেস্ট ক্রিকেটের কাঠামো নিয়ে তালগোল পাকানো ঠিক না।’
সাবেক লঙ্কান ক্রিকেটার জয়াবর্ধনেও আইসিসির ক্রিকেট কমিটির সদস্য। তিনিও চার দিনের টেস্টের বিপক্ষে, ‘আমরা সভায় এটা নিয়ে আলোচনা করব এবং আমি জানি না এরপর কী হবে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো টেস্ট পাঁচ দিনই থাকা উচিত। আমি কোনো পরিবর্তন চাই না।’
সবাই যে চার দিনের টেস্টের বিপক্ষে, তা নয়। শেন ওয়ার্ন, মার্ক টেইলর ও মাইকেল ভনের মতো অনেক সাবেক ক্রিকেটার সংস্কারের পক্ষে কথা বলছেন। অর্থাৎ পুরো ক্রিকেটবিশ্ব এখন দ্বিধাবিভক্ত। আগামী মার্চে আইসিসির সভায় চার দিনের টেস্টের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তখনই এ বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
Comments