পুকুর ভরাট করে নির্মিত ৩৫০টি ফ্ল্যাট ভেঙে ফেলা হচ্ছে
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে উপকূলীয় শহর কোচির ৩৫০টি ফ্ল্যাট ভাঙার কাজ শুরু করেছে কেরালা সরকার।
আজ (১১ জানুয়ারি) প্রথম ধাপে চারটি ভবন ভাঙা হবে।
সকাল থেকে বিস্ফোরক দিয়ে ভবন ভাঙার কাজ শুরু হয়। এগুলো ভাঙার সময় প্রবল বিস্ফোরণে কেঁপে উঠছিলো আশপাশের এলাকা। ভাঙার কাজ শুরুর আগে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
#WATCH Maradu flats demolition: H2O Holy Faith apartment tower demolished through controlled implosion #Kerala pic.twitter.com/fKbciLGH14
— ANI (@ANI) January 11, 2020
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ১১টা থেকে শুরু হয়েছে ফ্লাট ভবন ভাঙার কাজ। প্রথম চারটি ভবন ভাঙতে ৮০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে।
জলাশয় ভরাট (পুকুর) করে নির্মিত হওয়ায় ৩৫০টি ফ্লাট ভাঙার নির্দেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট।
Comments