ওমানের ৫০ বছরের শাসক কাবুস বিন সাঈদের মৃত্যু
মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ ৭৯ বছর বয়সে মারা গেছেন।
গতকাল (১০ জানুয়ারি) রাতে তিনি মারা যান বলে ওমানের সরকারি টেলিভিশন এবং নিউজ এজেন্সি জানিয়েছে।
সুলতান কাবুস ১৯৭০ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানে তার বাবা সাঈদ বিন তাইমুরকে সরিয়ে সুলতান হন।
ক্ষমতা গ্রহণের পর থেকে ওমানকে প্রায় অবকাঠামোহীন দেশ থেকে একটি আধুনিক দেশে রূপান্তর করেছেন ১৯৪০ সালের ১৮ নভেম্বর জন্ম গ্রহণ করা কাবুস।
ক্ষমতায় আসার পর তিনি একাধারে সুলতান, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিজের হাতে নেন।
কূটনৈতিক সক্ষমতার পরিচয় তিনি বিভিন্ন সময় দেখিয়েছেন। সম্প্রতি ইরানের সঙ্গে মার্কিন পরমাণু আলোচনা হয়েছিলো তার প্রচেষ্টাতেই। ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতেও তিনিই আলোচনার ব্যবস্থা করেছিলেন।
১৯৭৬ সালে সুলতান কাবুস বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টিকেনি। তিনি পুনরায় বিয়েও করেননি, যার কারণে তার কোনো সন্তান নেই। এমনকি তিনি পিতার একমাত্র সন্তান হওয়ায় তার কোনো উত্তরসূরিও নেই।
ফলে, তার মৃত্যুর পর কে সুলতানের স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে চলেছে জল্পনা-কল্পনা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাইথাম বিন তারিককে (৬৫) নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্সের একটি প্রতিবেদন।
হাইথাম বিন তারিক দেশটির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
Comments