ইরানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে: ইউক্রেনের প্রেসিডেন্ট
ইরান কর্তৃক যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিতের দায় স্বীকার করার পর একটি নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ক্ষতিপূরণ প্রত্যাশা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিবৃতি দিয়েছেন।
আজ (১১ জানুয়ারি) দুপুরে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, “সকালটা সত্যি ভালো ছিলো না। আন্তর্জাতিক কমিশন তদন্ত শেষ করার আগেই ইরান ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিত করার বিষয়ে তাদের অপরাধ স্বীকার করে নিলো।”
এর আগে, সকালে তেহরানের বিবৃতিতে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র ‘ভুলবশত’ ইউক্রেনীয় উড়োজাহাজে আঘাত হানলে সেটি বিধ্বস্ত হয়।
ভলোদিমির জেলেনস্কি ইরানকে স্পষ্টভাবে দোষ স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা করি, ইরান একটি পরিপূর্ণ ও উন্মুক্ত তদন্ত করবে, দায়ীদের বিচারের আওতায় আনবে, নিহতদের মরদেহ ফিরিয়ে দেবে, ক্ষতিপূরণ প্রদান করবে এবং কূটনৈতিক নিয়মকানুন মেনে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা করবে।”
তিনি বলেন, “এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের মুখোমুখি করতে ইউক্রেন কাজ করবে।”
৪৫ জনের একটি ইউক্রেনীয় বিশেষজ্ঞ দল এ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে। বিশেষজ্ঞ দলকে তদন্তকাজে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
মার্কিন যুদ্ধজাহাজকে রুশ যুদ্ধজাহাজের ধাওয়া
উড়োজাহাজ ভূপাতিতের দায় স্বীকারের পর ইরানি প্রেসিডেন্টের ‘গভীর দুঃখপ্রকাশ’
রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে উড়োজাহাজ ভূপাতিত করেছে ইরান: যুক্তরাষ্ট্র
ইরান সেনাবাহিনীর ‘অনিচ্ছাকৃত’ গোলার আঘাতে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত
Comments