ঢাকা সিটি নির্বাচন: প্রচার চালাতে পারবেন না এমপিরা
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের পক্ষে ভোট চাইতে পারবেন না সংসদ সদস্যরা। এমনকি নির্বাচন সমন্বয়ের কাজও করতে পারবেন না।
আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এক বৈঠক শেষে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কেএম নুরুল হুদা।
এর আগে সিইসির কার্যালয়ে এ বিষয়ে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও ঢাকা দক্ষিন ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠক থেকে বেরিয়ে তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সাহায্য করবে তার দল।
Comments