সংশোধিত নাগরিকত্ব আইন ধর্মীয় বিভেদ বাড়াবে: সোনিয়া গান্ধী
ভারতের নতুন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বৈষম্যমূলক এবং এটি ধর্মীয় বিভেদ বাড়াবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। আজ শনিবার (১১ জানুয়ারি) দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
সোনিয়া বলেন, “বৈষম্যমূলক ও বিভাজনের আইন-সিএএ। প্রতিটি দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ ভারতীয়ের কাছে এটি স্পষ্ট, ভারতীয়দের ধর্মের ভিত্তিতে ভাগ করার ভয়ংকর উদ্দেশ্যেই এটি করা হয়েছে”।
দেশের বিভিন্ন জায়গায় নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ নিয়েও কথা বলেন কংগ্রেস প্রধান। তিনি জানান, হাজার হাজার তরুণ-তরুণী বিশেষ করে শিক্ষার্থীরা নতুন আইনের ভয়াবহতা বুঝতে পেরেছেন।
সোনিয়া বলেন, “কয়েকটি রাজ্যে পরিস্থিতি ভয়ংকর। বিশেষ করে উত্তর প্রদেশ এবং দিল্লি। ইউপি, জামিয়া মিলিয়া, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়সহ অনেক জায়গায় পুলিশি সহিংসতার খবরও পেয়েছি”।
তিনি বলেন, এ বিষয়ে আমরা উচ্চ পর্যায়ের সমন্বিত একটি কমিটির দাবি জানাই। যারা সিএএ বিরোধিতায় যেসব ঘটনা ঘটেছে এবং যারা আহত হয়েছেন তাদের সুবিচার নিশ্চিত করবে”।
বৈঠকে জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) এর সমালোচনাও করেন কংগ্রেস প্রধান। এছাড়াও ভারতের অর্থনীতি এবং জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন সোনিয়া গান্ধী।
Comments