শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড ও কমিটি’ গঠনের নির্দেশ হাইকোর্টের

supreme-court-1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ) আগামী তিনমাসের মধ্যে ‘অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড ও কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধ এবং শিক্ষার্থীদের জীবন ও মর্যাদা রক্ষার্থে আজ (১২ জানুয়ারি) এই নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে র‌্যাগিংয়ের হাত থেকে শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের দায়েরকৃত রিটের ওপর শুনানিতে অংশ নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

29m ago