রুহানির সঙ্গে আলোচনায় ইরানে কাতারের আমির
ইরাকে মার্কিন হামলায় ইরানের কমান্ডার কাশেম সুলেইমানিকে হত্যার পর উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যেই আজ (১২ জানুয়ারি) তেহরান যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
কাতারের সরকারি সংবাদ সংস্থা কিউএনএ জানিয়েছে, বৈঠকে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, অঞ্চলের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও কথা বলবেন তারা।
সকালে শেখ তামিম ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছান। সেখানে তিনি সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং নতুন সুলতান হাইসাম বিন তারিক আল সাইদকে অভিনন্দন জানান।
Comments