লোকোমোটিভ কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মন্ত্রী

Nurul Islam Sujan
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। স্টার ফাইল ছবি

লোকোমোটিভ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘প্রোগ্রেস রেল’ এর কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে চার সদস্যের একটি দল। ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ সরবরাহের জন্য প্রোগ্রেস রেলের সঙ্গে চুক্তি রয়েছে বাংলাদেশের।

মন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামসুজ্জামান, এডিজি (অপারেশনস) মিয়া জাহান ও মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রোগ্রেস রেলের আমন্ত্রণে দলটি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। তাদের যাতায়াতসহ সব খরচ ওই কোম্পানি বহন করবে।

রেল মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি আজ রোববার ঢাকা ত্যাগ করবে। আগামী ২১ জানুয়ারি তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।

৪০টি ব্রডগেজ লোকোমোটিভ কিনতে গত বছরের জানুয়ারিতে প্রোগ্রেস রেলের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। এতে মোট খরচ ধরা হয়েছে ১,১৩৫ কোটি টাকা। ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে লোকোমোটিভগুলোর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এর অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক।

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 800 with more than 2,500 injured

More than 1.2 million people likely felt strong or very strong shaking

9h ago