ডিআইজি মিজান ও দুদক পরিচালক বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
ঘুষ লেনদেনের মামলায় পুলিশের ডিআইজি (সাময়িক বরখাস্ত) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক (সাময়িক বরখাস্ত) খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। তাদের দুজনের বিরুদ্ধেই ঘুষ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে সংস্থাটি জানিয়েছে।
মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ ফানাফিল্লাহ। ২০১৯ সালের ১৬ জুলাই হওয়া এই মামলার তদন্তও তিনি করেন।
দুদকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেতে মিজানুর রহমান ৪০ লাখ টাকা ঘুষ দেন খন্দকার এনামুল বাছিরকে। তদন্তে দুজনেরই অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আজ (১২ জানুয়ারি) তাদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
Comments