আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর মেয়র সাঈদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন। আজ রোববার (১২ জানুয়ারি) দলের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে সাঈদ খোকনকে মনোনয়ন প্রদান করেছেন।
ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন এবার ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হন।
গত ২৬ ডিসেম্বর মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহের সময় আবেগতাড়িত হয়ে পড়েন সাঈদ খোকন। বলেন, রাজনৈতিক জীবনে খারাপ সময় পার করছেন তিনি। মেয়র হিসেবে তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য এসময় নগরবাসীকে তার সাথে থাকার আহ্বান জানান সাঈদ খোকন।
আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেয়া হয়।
Comments