মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা ও শিশুর মৃত্যু

মেঘনা নদীতে ঘনকুয়াশার কারণে দুই লঞ্চের সংঘর্ষে মা ও শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
গতরাত পৌনে একটার দিকে বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ ও ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ফারহান-৯ নামের যাত্রীবাহী লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় কীর্তনখোলা-১০ এর দুই যাত্রী নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সরকার জানান, হিজলা থানাধীন মেঘনা নদীর মিয়ারচর এলাকায় এই সংঘর্ষ হয়। ঘনকুয়াশার কারণে সামনে কিছু দেখতে না পেয়ে ফারহান-৯ লঞ্চটি কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই কীর্তনখোলা-১০ লঞ্চে থাকা মা ও শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানার ভান্ডারিকাঠি গ্রামের রুবেল হোসেনের স্ত্রী মাহমুদা খাতুন (২৫) ও তার ছয় বছরের শিশু।
পরে দুটি লঞ্চই ঢাকার দিকে রওনা দেয় বলে জানিয়েছে পুলিশ।
Comments