খেলা

ম্যান সিটির বিশাল জয়ে আগুয়েরোর দুই রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন সার্জিও আগুয়েরো। একইসঙ্গে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তার কীর্তির ম্যাচে অ্যাস্টন ভিলাকে বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
aguero
ছবি: এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন সার্জিও আগুয়েরো। একইসঙ্গে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তার কীর্তির ম্যাচে অ্যাস্টন ভিলাকে বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। জোড়া গোল করেন আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। জালের ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসও।

প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এতদিন ধরে রেখেছিলেন আর্সেনালের কিংবদন্তি সাবেক তারকা থিয়েরি অঁরি। ফরাসি ফরোয়ার্ডের গোল সংখ্যা ১৭৫টি। তাকে পেছনে ফেলা আগুয়েরোর গোল এখন ১৭৭টি। ভিলার বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে চূড়ায় উঠে যান তিনি।

সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড গড়তে আগুয়েরো টপকে গেছেন অ্যালেন শিয়েরারকে। সাবেক ইংলিশ ফরোয়ার্ডের নামের পাশে রয়েছে ১১টি হ্যাটট্রিক। ভিলার মাঠে আগুয়েরো পেয়েছেন নিজের ১২তম হ্যাটট্রিকের দেখা।

তবে প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষস্থানটা আছে ২৬০ গোল করা শিয়েরারের দখলেই। ১৭৭ গোল নিয়ে চেলসির বর্তমান কোচ ও মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন আগুয়েরো।

এই জয়ে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লেস্টার সিটিকে পেছনে ফেলে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে লিভারপুল  আছে শীর্ষে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

3h ago