সোলাইমানি হত্যাকাণ্ড আন্তর্জাতিক সন্ত্রাসবাদ: নোয়াম চমস্কি
আমেরিকার তাত্ত্বিক ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক ও আন্তর্জাতিক রাজনীতির সাহসী বিশ্লেষক নোয়াম চমস্কি বলেছেন, ইরানের জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ উত্তেজনা নিয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও ইউনিভার্সিটি অব অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চমস্কি।
গত ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনাটিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ টুইট করেন। সেই টুইট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নোয়াম চমস্কি এমন মন্তব্য করেন।
কয়েক দশক ধরে ওয়াশিংটনের সামরিক নীতির তীব্র সমালোচনাকারী মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কি বলেছেন, “সোলাইমানিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”
তিনি বলেছেন, “এসব ক্ষেত্রে আন্তর্জাতিক আইন খুবই স্পষ্ট। এই আইন আন্তর্জাতিকভাবে হুমকি দেওয়া বা সামরিক শক্তির প্রয়োগ নিষিদ্ধ করেছে। স্পষ্টতই আইন লঙ্ঘন করে সোলাইমানিকে হত্যা করা হয়েছে।”
আরও পড়ুন:
ইরান প্রশ্নে অধিকাংশ আমেরিকান ট্রাম্পবিরোধী, ভুগছেন নিরাপত্তাহীনতায়
Comments