উত্তেজনার মধ্যেই ইরাকের বিমান ঘাঁটিতে রকেট হামলা
পুরো ইরাকজুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা। এমন পরিস্থিতির মধ্যেই উত্তর বাগদাদের একটি ইরাকি বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। সেই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করতো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল (১২ জানুয়ারি) এ হামলা চালানো হয়েছিলো।
ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী শহরের ৮০ কিলোমিটার উত্তরে আল-বালাদ বিমান ঘাঁটিতে আটটি কাতিউশা রকেট ছোড়া হয়েছে। এতে দুজন ইরাকি কর্মকর্তা ও দুজন বৈমানিক আহত হয়েছেন।
ইরাকের সেনা সূত্র এএফপিকে জানিয়েছে, ঘাঁটিটিতে মার্কিন বিমানবাহিনী, উপদেষ্টা এবং ঠিকাদাররা থাকতো। কিন্তু, এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পর তাদের অধিকাংশকেই সরিয়ে নেওয়া হয়েছে।
সালাদিন প্রদেশের পুলিশ কর্মকর্তা কর্নেল মোহাম্মদ খলিল বলেছেন, “গতকাল কয়েকটি রকেট রানওয়েতে আছড়ে পড়ে। একটি রকেট ঘাঁটির প্রবেশপথে আঘাত হানে। সেসময় প্রবেশপথে পাহারারত তিন ইরাকি আহত হয়েছেন।”
কয়েকদিন আগে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর নতুন করে হামলা ঘটনা ঘটলো। কিন্তু, এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
Comments