‘বিসিবি বললে এখনই অধিনায়কত্ব ছেড়ে দেব’
গত বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও অধিনায়কত্ব করার কথা ছিল তার। চোটের কারণে সে সফরে যাননি, এরপর আর কোন ওয়ানডে খেলেনি বাংলাদেশ। এরপর অধিনায়কের মেয়াদও বাড়ায়নি বিসিবি। সর্বশেষ ওয়ানডে অধিনায়ক হিসেবে তাকেই ধরা হয়। বিসিবি সে দায়িত্বে তাকে রাখতে না চাইলে সানন্দে রাজী হবেন বলে জানিয়েছেন মাশরাফি।
গত শুক্রবার বিপিএলের ম্যাচ শেষে মাশরাফি বলেন, তার দলে থাকা নির্ভর করছে নির্বাচকদের উপর। কিন্তু একজন নিয়মিত অধিনায়ককে কি করে বাদ দিবেন নির্বাচকরা? বাংলাদেশের সফলতম অধিনায়ক বলেন বিসিবি চাইলে এই মুহূর্ত থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিতেও তৈরি তিনি, ‘অধিনায়কত্ব যদি বিসিবি থেকে বলে এখনই ছেড়ে দিতে তাহলে ছেড়ে দেব। সমস্যা নাই।’
তবে পরের ওয়ানডে সিরিজে অধিনায়ক নয়, আগে দল নির্বাচন করা হবে বলে মনে করেন মাশরাফি, ‘আমার কাছে মনে হয় না জাতীয় দলে আগে অধিনায়ক নির্বাচিত করে তারপর দল নির্বাচন হবে। আমি তো আগের দিন পরিষ্কার বার্তা দিয়েই দিয়েছি যে নির্বাচকরা যা ভাববে তাই হবে। বাংলাদেশে তো সবই হয়। নির্বাচকরা যা ভাববে তাই করবে।’
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম মাশরাফি জাতীয় দলের খেলার কথা না ভেবে বরং মন দিতে চান ঘরোয়া ক্রিকেটে, ‘আগের দিনও পরিষ্কার করে বলেছি যে আমি ঢাকা লিগ খেলব। বিপিএল আছে বিপিএল খেলব। আমি এটা উপভোগ করছি। আমি তো মনে হয় না বলেছি যে জাতীয় দলে খেলব। আপনি বলেন, এখানে যে ৭০-৮০ জন ক্রিকেটার খেলছে তারা কি সবাই জাতীয় দলের আশা করে খেলছে। অবশ্যই না। তো খেলাটা খেলে যাচ্ছি। জাতীয় দল নিয়ে যারা আছে তারা ভাববে।’
Comments