আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানা’ থেকে নারী আটক
সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি থেকে পুলিশ এক নারীকে আটক করেছে। পুলিশ বলেছে, আটক নারী নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞ তানভিরের স্ত্রী।
ঢাকা দক্ষিণের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে গোকুলনগরের ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের এসপি মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, বাড়িটি থেকে এক নারীকে আটক করা হয়েছে। তিনি নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভিরের স্ত্রী। অভিযানের সময় তানভির বাড়িতে ছিলেন না।
বাড়িটি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলেও জানান মারুফ।
Comments