বিশ্বকাপের প্রস্তুতি নিতে ভারত যাচ্ছে বাংলাদেশ নারী দল
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে ভারতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। বিহারের পাটনায় চারটি দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে সালমা খাতুনের দল।
টুর্নামেন্টের বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারতের দুই দল ভারত ‘এ’ ও ভারত ‘বি’। টুর্নামেন্টের অপর দল থাইল্যান্ড। চার দলের এই টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার ভারতে যাবেন বাংলাদেশের মেয়েরা।
চোটে থাকা রুমানা আহমেদ ছাড়া জাতীয় দলের নিয়মিত এবং আশেপাশের সবাইকে নিয়ে করা হয়েছে ১৮ জনের বড় স্কোয়াড। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের বাজিয়ে দেখতে করা হয়েছে এত বড় স্কোয়াড।
পাটনায় ১৬ জানুয়ারি ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ জানুয়ারি ভারত ‘বি’ এবং ২০ জানুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। চারদলের মধ্যে সেরা দুই দল ফাইনাল খেলবে ২২ জানুয়ারি।
ভারত সফরের বাংলাদেশ নারী দল : সালমা খাতুন, আয়েশা রহমান, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারজানা হক পিঙ্কি, লতা মন্ডল, রিতু মনি, শায়েলা শারমিন, ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, রাবেয়া, সোবহানা মোস্তারি।
Comments