ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের আহ্বান অমর্ত্য সেনের

ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিবাদ করতে হবে সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে। বিচ্ছিন্ন ভাবে নয়।
Amartya Sen
অমর্ত্য সেন। ফাইল ফটো

ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিবাদ করতে হবে সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে। বিচ্ছিন্ন ভাবে নয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনের রূপরেখা ঠিক করতে গতকাল কংগ্রেসের আহ্বানে বৈঠকে বেশ কয়েকটি আঞ্চলিক দল সাড়া দেয়নি। পশ্চিমবঙ্গে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তৃণমূল কংগ্রেসও উপস্থিত ছিল না বৈঠকে। এ ব্যাপারে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, “যদি ঐক্য না হয়, কোনো প্রতিবাদ-আন্দোলনই কাজে আসবে না।”

তিনি আরও বলেন, “ঐক্যবদ্ধ থাকলে প্রতিবাদ-প্রতিরোধ সহজ হয়। যদি একতা না থাকে, বিক্ষোভ কাজে আসবে না। তবে আমি বিশ্বাস করি না যে একতার অভাবে দেশের জনগণ প্রতিবাদ করা বন্ধ করে দেবে। এটা কখনোই কাম্য নয়।”

“প্রতিবাদ যদি সঠিক কারণে হয় তবে ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ। যদি একতা নাও থাকে, তার অর্থ এই নয় যে আমরা প্রতিবাদ বন্ধ করে দেব,” বলেন অমর্ত্য সেন।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago