পশ্চিমবঙ্গের ৫৩ শতাংশ মানুষ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সারাদেশে চলছে আন্দোলন। প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। ভারতজুড়ে যে সহিংস বিক্ষোভ তার ঢেউ লেগেছিলো পশ্চিমবঙ্গেও।
Protest in WB
নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সহিংস বিক্ষোভ। ছবি: এএফপি ফাইল ফটো

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সারাদেশে চলছে আন্দোলন। প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। ভারতজুড়ে যে সহিংস বিক্ষোভ তার ঢেউ লেগেছিলো পশ্চিমবঙ্গেও।

সম্প্রতি, ভারতের স্যাটেলাইট টেলিভিশন এবিপি আনন্দ এবং সিএনএক্সের যৌথ জরিপের ফলাফলে দেখা যায়, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছেন।

‘মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন করেন’ কী না?- প্রশ্নের উত্তরে ৫৩ শতাংশ ‘না’ বলেছেন। বিপরীতে ‘হ্যাঁ’ উত্তর দিয়েছেন ৪৩ শতাংশ মানুষ।

তাদের কাছে ‘সংশোধিত নাগরিকত্ব আইন সংবিধানের মূল ধারার বিরোধী’ কী না জানতে চাইলে উত্তরদাতাদের ৫৩ শতাংশ ‘হ্যাঁ’ বলেছেন এবং ৪৬ শতাংশ ‘না’ বলেছেন।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে আরও জানতে চাওয়া হয়েছিলো: ‘মন্দা. মূল্যবৃদ্ধি, বেকারত্ব থেকে নজর ঘোরাতেই কি মোদি সরকার এনআরসি (নাগরিকপঞ্জি), সিএএ (সংশোধিত নাগরিক আইন) সামনে আনছে?’- উত্তরে ‘হ্যাঁ’ বলেছেন ৬৩ শতাংশ এবং ‘না’ বলেছেন ৩১ শতাংশ মানুষ।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

15m ago