৩০ জানুয়ারিতেই ঢাকার দুই সিটি নির্বাচন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ (১৪ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত জানিয়েছেন যে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে দেশে একযোগে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা শুরু হবে, তার আগেই ২৯ জানুয়ারি সরস্বতী পূজার জন্য সরকারি ছুটির দিন নির্ধারণ করা হয়েছে এবং ২৯ জানুয়ারি সরকারি ছুটির দিন নির্ধারিত হওয়ায় কেউ আপত্তিও জানায়নি। সুতরাং এমন পরিস্থিতিতে ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।
এর আগে, গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।
Comments