ভর্তি জালিয়াতি-অস্ত্র-মাদক সংশ্লিষ্টতায় ঢাবির ৬৭ শিক্ষার্থী স্থায়ী বহিস্কার
অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
আজ (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত হয়।
শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী আমাদের ঢাবি সংবাদদাতাকে জানান, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকা এবং অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৭ জন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
এদের মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির জন্য ৬৩ জন এবং অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে চারজনকে স্থায়ী বহিষ্কার করা হয়।
ছিনতাইয়ের অভিযোগে ১৩ জনকে সাময়িক আর সাংবাদিকদের মারধরের ঘটনায় দুজনকে ছয় মাস করে বহিষ্কার করা হয়েছে।
গোলাম রব্বানী আরও জানান, সাময়িক বহিষ্কৃত ১৩ জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
আমাদের ঢাবি সংবাদদাতা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের উপ-কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক সাজা দেওয়া হয়েছে।
Comments