সিটি নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগে অবরোধ
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তারা ব্যস্ততম এই মোড়টি অবরোধ করে রাখেন। নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে নির্বাচন কমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ও স্বরস্বতী পূজা একই দিনে হওয়ায় ভোটের তারিখ পেছানোর দাবি ওঠে। এ নিয়ে করা একটি রিট আজ খারিজ করে দেন হাইকোর্ট।
সোমবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি ইসির সঙ্গে বৈঠকে ভোটের দিন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তখন বলা হয়, ক্যালেন্ডার অনুযায়ী ২৯ জানুয়ারি ঐচ্ছিক ছুটি, অন্যদিকে ৩১ জানুয়ারি শুক্রবার এবং ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এসব কিছু বিবেচনায় নিয়েই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে আদালত থেকে যা নির্দেশনা আসবে সে অনুযায়ী কাজ করবে ইসি।
আরও পড়ুন:
ঢাকা সিটি নির্বাচন: তারিখ নিয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় ইসি
Comments