ফিলিস্তিনের কাছে হেরে গোল্ডকাপ শুরু বাংলাদেশের
বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের শুরুটা বাংলাদেশের প্রত্যাশা অনুসারে হলো না। বল দখলে ও আক্রমণে দাপট দেখানো প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ফিলস্তিনের কাছে হেরে গেছে জেমি ডের শিষ্যরা।
বুধবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছেন জামাল ভূঁইয়া-সাদ উদ্দিনরা। ‘এ’ গ্রুপের ম্যাচে মধ্যপ্রাচ্যের দলটির হয়ে জালের দেখা পান খালেদ সালেম ও ওদাই খারুব।
প্রথমার্ধে ম্যাচের ২৯তম মিনিটে স্ট্রাইকার সালেমের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে ফিলিস্তিনের হয়ে ব্যবধান বাড়ান মিডফিল্ডার খারুব।
বঙ্গবন্ধু গোল্ডকাপের আগের আসরে ২০১৮ সালে এই ফিলিস্তিনের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচেও লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছিল ২-০ গোলে।
ফিলিস্তিনের কাছে হেরে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য পরিণত হয়েছে বাঁচা-মরার লড়াইয়ে। আগামী ১৯ জানুয়ারি একই ভেন্যুতে বিকাল ৫টায় লঙ্কানদের মোকাবিলা করবেন জামালরা।
Comments