‘গণহত্যার উদ্দেশ্য ছিল না মিয়ানমারের’ মন্তব্য করে সমালোচনার মুখে জাপানি কূটনীতিক

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ায় নিজ দেশে মানবাধিকার কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন ইয়াঙ্গুনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত।
গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি চলার সময় রাষ্ট্রূদত ইচিরো মারুয়ামা বলেছিলেন, তার দেশের সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মিয়ানমারের রাখাইনে কোনো গণহত্যা হয়নি।
জাপানে রোহিঙ্গা এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জাও মিন তুত রাষ্ট্রদূতের ওই বক্তব্যে আপত্তি জানিয়ে বলেন, আমি অত্যন্ত নিরাশ। জাপান সরকারের কাছে আমার আবেদন, রোহিঙ্গাদের সহায়তা করার চেষ্টা করুন, অপরাধীদের পক্ষ নেবেন না।
টোকিওতে বিদেশি সাংবাদিকদের সামনে হতাশা প্রকাশ করে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাপান এখন আর জাতিসংঘকে সমর্থন করছে না।
এই মানবাধিকার সংগঠনটি জাপানে ২৫০ জন রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।
গত মাসে মিয়ানমারের গণমাধ্যম ইরাবতিকে জাপানের রাষ্ট্রদূত বলেছিলেন, মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার জন্য গাম্বিয়ার আবেদন আন্তর্জাতিক বিচার আদালত খারিজ করে দেবে বলে তার সরকার আশা করে।
ওই প্রতিবেদনে আরও বলা হয় যে, আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা হওয়ার পর জাপানই প্রথম মিয়ানমারের পক্ষে অবস্থান নেওয়ার কথা জানায়।
আরও পড়ুন:
Comments