বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের

জাপানের পাসপোর্টই বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২০২০ সালের পাসপোর্ট ইনডেক্স এই তথ্য জানায়।

জাপানের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯১টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। এর পরই রয়েছে এশিয়ার আরেক দেশ সিঙ্গাপুর। দেশটির স্কোর ১৯০। দক্ষিণ কোরিয়া ও জার্মানি ১৮৯ স্কোর নিয়ে যৌথভাবে রয়েছে তৃতীয় স্থানে।

শীর্ষ দশের মধ্যে পরের জায়গাগুলো দখলে রেখেছে ইউরোপের দেশগুলো। ফিনল্যান্ড ও স্পেন যৌথভাবে রয়েছে চতুর্থ অবস্থানে। পঞ্চম স্থানে স্পেন, লুক্সেমবার্গ ও ডেনমার্ক। ষষ্ঠ অবস্থানে সুইডেন ও ফ্রান্স।

পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাসপোর্ট শক্তি হারিয়েছে। পাঁচ বছর আগে শীর্ষ অবস্থান হারানোর পর এবছর দেশদুটির পাসপোর্টের স্থান হয়েছে অষ্টমে।

পাসপোর্টের গ্রহণযোগ্যতার দিক থেকে শীর্ষ ও সর্বনিম্ন দেশ:

১. জাপান (স্কোর ১৯১)

২. সিঙ্গাপুর (১৯০)

৩. দক্ষিণ কোরিয়া, জার্মানি (১৮৯)

৪. ইতালি, ফিনল্যান্ড (১৮৮)

৫. স্পেন, লুক্সেমবার্গ, ডেনমার্ক (১৮৭)

৬. সুইডেন, ফ্রান্স (১৮৬)

৭. সুইজারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া (১৮৫)

৮. যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, গ্রিস, বেলজিয়াম (১৮৪)

৯. নিউজিল্যান্ড, মাল্টা, চেক রিপাবলিক, কানাডা, অস্ট্রেলিয়া (১৮৩)

১০. স্লোভাকিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি (১৮১)

 

৪০টির কম দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে এমন দেশগুলো হলো:

১০০. উত্তর কোরিয়া, সুদান (৩৯)

১০১. নেপাল, ফিলিস্তিন (৩৮)

১০২. লিবিয়া (৩৭)

১০৩. ইয়েমেন (৩৩)

১০৪. সোমালিয়া, পাকিস্তান (৩২)

১০৫. সিরিয়া (২৯)

১০৬. ইরাক (২৮)

১০৭. আফগানিস্তান (২৬)

Comments

The Daily Star  | English

Complete polls preparations by December: Yunus

Asks to review if those who served as polling officers in past three elections shall not be assigned the same roles again

2h ago