পুতিনের নতুন কৌশল, সব ক্ষমতা থাকবে তার হাতেই

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল (১৫ জানুয়ারি) সাংবিধানিক পরিবর্তনের একটি নতুন প্রস্তাব এনেছেন। ১৯৯৯ সাল থেকে রাশিয়ার একচ্ছত্র ক্ষমতায় থাকা পুতিন এমন কিছু প্রস্তাব এনেছেন যা তাকে ২০২৪ সালে রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়ার পরও সর্বময় ক্ষমতার অধিকারী করে রাখবে।
Vladimir Putin
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল (১৫ জানুয়ারি) সাংবিধানিক পরিবর্তনের একটি নতুন প্রস্তাব এনেছেন। ১৯৯৯ সাল থেকে রাশিয়ার একচ্ছত্র ক্ষমতায় থাকা পুতিন এমন কিছু প্রস্তাব এনেছেন যা তাকে ২০২৪ সালে রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়ার পরও সর্বময় ক্ষমতার অধিকারী করে রাখবে।

আজ (১৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন প্রস্তাবে পুতিন রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস করে প্রধানমন্ত্রীর ক্ষমতায়নের পরামর্শ দিয়ে সংসদকে আরও ক্ষমতাশালী করার প্রস্তাব এনেছেন। নতুন এই বাড়তি ক্ষমতাধর সংসদের স্পিকার হওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি।

আবার, একটি স্টেট কাউন্সিল গঠন করারও প্রস্তাব করে পুতিন এর প্রধান হিসাবে দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন।

রাষ্ট্রপতির পদ ছাড়ার পরেও দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্যই তার এই প্রস্তাব মনে করে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং তার মন্ত্রীসভা পদত্যাগ করেছে।

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কর বিভাগের প্রধান ৫৩ বছর বয়সী মিখাইল মিশুস্টিনকে মনোনীত করা হয়েছে।

রাশিয়ার রাজনীতিতে অপরিচিত মুখ মিশুস্টিনকে আজ রুশ সংসদ ডুমায় প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হতে হবে।

Comments

The Daily Star  | English
BNP call's hartal

Fresh 48-hour blockade from Sunday: BNP

The BNP today called a fresh two-day countrywide blockade from 6:00am on Sunday

42m ago