‘২৪ ঘণ্টায় ভর্তি হয়নি কোনো ডেঙ্গু রোগী’
ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা গত নয় মাসে প্রথমবারের মতো শূন্যে নেমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সারাদেশের প্রধান হাসপাতালগুলো থেকে প্রাপ্ত তথ্যের বরাতে সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে কোনো নতুন রোগী ভর্তি হয়নি।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘ঢাকার মধ্যে যেসব হাসপতালে সাধারণত ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি ভর্তি হন এবং ঢাকার বাইরের সব বড় হাসপাতালগুলোর তথ্য হালনাগাদ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এটি স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব সার্ভিলিয়েন্স সিস্টেম অনুযায়ী নমুনা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’’
অন্যদিকে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ২৬ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে তিন জন চিকিৎসা নিচ্ছেন।
চলতি মাসের শুরু থেকে আজ (১৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১৫২ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ১২৩ জনকে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এই সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারি হিসাবে এবারের ডেঙ্গু মৌসুমে (গত নয় মাস) মোট এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা তিন লাখেরও বেশি। সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬ জন।
Comments