রাসেলকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই খুলনার

ছবি: ফিরোজ আহমেদ

বিধ্বংসী এক ইনিংস খেলে রাজশাহী রয়্যালসকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার নজির অবশ্য নতুন নয় এই ক্যারিবিয়ানের জন্য। তাই প্রতিটি দলই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করে থাকে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তো তার দিকে নজর থাকে আরও বেশি। কিন্তু রাসেলকে নিয়ে আলাদা কিছু করার কথা ভাবছে না খুলনা টাইগার্স। প্রতিপক্ষের সব খেলোয়াড় নিয়েই ছক কষার কথা জানিয়েছেন দলটির কোচ জেমস ফস্টার।

আগের দিন খুলনার বিপক্ষে রাসেল যখন উইকেটে নামেন, তখন ১৩.২ ওভারে ৪ উইকেটে ৮০ রান তুলে ধুঁকছে রাজশাহী। লক্ষ্য তখনও বহুদূর। ১৬৫ রানের। তার উপর সতীর্থরা ছিলেন উইকেট বিসর্জনের মিছিলে। এক পর্যায়ে ৩১ বলে তাদের দরকার ছিল ৮২ রান। তখন এক প্রান্তে ঝড় তোলেন রাসেল। ২২ বলের ইনিংসে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালান তিনি। ফলে চাপের পাহাড় ঠেলে ৪ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাসেল। ৭টি বিশাল ছক্কায় করেন অপরাজিত ৫৪ রান।

অথচ খুলনার কোচ বিধ্বংসী রাসেলকে নিয়ে আলাদা কোনো কিছুই চিন্তা করছেন না। আর দশটা খেলোয়াড়কে নিয়ে যেভাবে পরিকল্পনা করেন, রাসেলকেও সেভাবেই দেখছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফস্টার বলেছেন, ‘আমরা সবার জন্যই পরিকল্পনা করে থাকি। দলে থাকা ১১ জন খেলোয়াড়ের জন্যই। প্রতিটা ম্যাচের আগেই আমরা এটা করে থাকি।’

এর আগে লিগ পর্বের মোকাবেলায় একটি করে জয় পেয়েছে দুদলই। তবে নক-আউট পর্বে প্রথম কোয়ালিফায়ারে জয় পায় খুলনাই। শুধু তাই নয়, নিজেদের শেষ চারটি ম্যাচেই দারুণভাবে জিতেছে তারা। ফলে আত্মবিশ্বাসটাও তাদের জোরালো। ফাইনালেও নজরকাড়া কিছু করার প্রত্যাশা করছে দলটি।

‘এর আগে রাজশাহীর বিপক্ষে আমাদের দারুণ ম্যাচ হয়েছে। শেষের দিকে যেমন দেখা গিয়েছে, তার চেয়েও কঠিন ছিল ম্যাচটা। তারা খুব সিরিয়াস এবং খুব ভালো দল এবং আমাদের কাল (শুক্রবার) ভালো খেলতে হবে। এর জন্য যতটা পারা যায়, প্রস্তুতি নিতে হবে। আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা শেষ চারটি ম্যাচ জিতেছি, যার প্রত্যেকটাই আমাদের জন্য নক-আউট ম্যাচের মতো ছিল। আমরা ভালো ছন্দে আছি, ভালো জায়গায় আছি এবং নির্দিষ্ট দিনে সেরাটা দিতে পারছি,’ ফাইনাল ম্যাচ প্রসঙ্গে এমনটাই বলেছেন খুলনার কোচ।

আগামীকাল শুক্রবার বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ও খুলনা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।

Comments

The Daily Star  | English

BNP hails AL ban, urges speedy trials

Fakhrul seeks election roadmap, citing public frustration over the lack of democratic process

37m ago