গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসির আজমান। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠানটির শীর্ষ পদে যাচ্ছেন তিনি।
ইয়াসির আজমান

গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসির আজমান। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠানটির শীর্ষ পদে যাচ্ছেন তিনি।

দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটরটির পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

গ্রামীণ ফোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াসির আজমান ২০১৫ সালের জুনে গ্রামীণফোনের প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) হিসেবে নিযুক্ত হন। পরে ২০১৭ সালের মে মাসে তাকে ডেপুটি সিইও করা হয়। সিইও হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি টেলিনর গ্রুপের হেড অব ডিস্ট্রিবিউশন এন্ড ই-বিজনেসের দায়িত্ব সামলেছেন।

সিইও হিসেবে ইয়াসির আজমান মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন। দায়িত্ব হস্তান্তরের পর আফ্রিকায় যাবেন ফোলি।

Comments