ইরাকে আবারও যৌথ সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী

আইএসের পুনরুত্থান ঠেকাতে ইরাকে আবার সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত হওয়ার পর ৫ জানুয়ারি থেকে এ অভিযান স্থগিত ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায় যে, ইরাকিদের সঙ্গে যৌথ অভিযান পুনরায় শুরু করার বিষয়ে পেন্টাগন আলোচনা করছে। তবে, এই আলোচনায় কারা অংশ নিচ্ছে তা তিনি বলতে পারেননি।
ইরাকি সরকারের নেতৃবৃন্দ যৌথ অভিযানকে এখনও সমর্থন করছেন কিনা সে বিষয়েও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি মার্কিন সামরিক কর্মকর্তা।
আইএসের পুনরুত্থান ঠেকাতে এবং ইরাকি সামরিক বাহিনীকে উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা দ্রুত তাদের কার্যক্রম শুরু করতে চান বলে জানান ওই সামরিক কর্মকর্তা।
Comments