ইসিকে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের আহ্বান ঢাবি শিক্ষক সমিতির
সিটি নির্বাচনের দিন ক্যাম্পাসে সংঘর্ষের আশঙ্কায় নির্বাচন কমিশন (ইসি) কে ভোটের তারিখ পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।
সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটের তারিখ একই দিনে পড়ায় এনিয়ে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জরুরি সভায় বসে ঢাবি শিক্ষক সমিতি।
পরে শিক্ষক সমিতির সভাপতি ড. মো. নিজামূল হক ভূইয়া ও সভাপতি ড. এ এস এম মাকসুদ কামালের সই করা বিবৃতিতে জানানো হয়, ৩০ জানুয়ারি ইসির ঘোষিত নির্বাচনের তারিখে সরস্বতী পূজা উদযাপিত হবে। এই উৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। সাধারণত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হয়ে থাকে। অন্যদিকে ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহৃত হয়ে আসছে।
এ অবস্থায় ভোট এবং পূজা কোনেটিই সুষ্ঠুভাবে পালন সম্ভব নয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতিতে অনেকেই সংঘর্ষের আশঙ্কা জানিয়েছেন।
শিক্ষক সমিতি আশা করছে, পরিস্থিতি পর্যালোচনায় ইসি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করবে।
Comments