বার্সার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন জাভি

স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন ছিল, আর্নেস্তো ভালভার্দের উত্তরসূরি হিসেবে ঘরের ছেলে জাভিকে কোচের দায়িত্ব দিতে চায় বার্সেলোনা। শুরুতে এ বিষয়ে কোনো কিছু জানাতে অস্বীকৃতি জানালেও অবশেষে মুখ খুলেছেন সাবেক তারকা মিডফিল্ডার। বার্সার একাডেমিতে বেড়ে ওঠা জাভি বলেছেন, কোচ হওয়ার প্রস্তাব তিনি পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার মনে হয়েছিল, এখনই সাবেক ক্লাবের দায়িত্ব নেওয়ার জন্য তিনি ‘প্রস্তুত’ নন।
গেল সোমবার রাতে ভালভার্দেকে বরখাস্ত করার পর কিকে সেতিয়েনকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বার্সেলোনা। তবে তার আগে জাভিকে দেওয়া হয়েছিল কাতালান ক্লাবটির কোচ হওয়ার প্রস্তাব। কাতারের দোহায় তার সঙ্গে দেখা করেছিলেন দলটির স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও প্রধান নির্বাহী অস্কার গ্রাউ। জাভিকে আড়াই বছরের জন্য দায়িত্ব দেওয়ার কথাও ভেবেছিল বার্সেলোনা কর্তৃপক্ষ। কিন্তু বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচ হিসেবে কাজ করা সাবেক স্প্যানিশ ফুটবলারের মনে হয়েছে, বার্সার প্রস্তাবটি তার জন্য ‘একটু আগেভাগে’ হয়ে গেছে।
জাভির আল সাদ জায়গা করে নিয়েছে কাতার কাপের ফাইনালে। শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাভি জানিয়েছেন বার্সার কোচ হতে না চাওয়ার কারণ, ‘হ্যাঁ, এরিক আবিদাল ও অস্কার গ্রাউয়ের উপস্থিতিতে বার্সেলোনার কাছ থেকে আমি একটি প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি এটা গ্রহণ করিনি। বিশেষ করে আমার মনে হয়েছে, এখনই বার্সেলোনাকে কোচিং করানোটা আমার জন্য বেশ আগেভাগে হয়ে যায়। তবে ভবিষ্যতে বার্সার কোচ হওয়ার স্বপ্ন আমার রয়েছে।’
নিজে প্রস্তাব ফিরিয়ে দিলেও লিওনেল মেসিদের দায়িত্ব নেওয়া রিয়াল বেতিসের সাবেক কোচ সেতিয়েনকে বেশ পছন্দ হয়েছে জাভির, ‘নতুন কোচ কিকে সেতিয়েনকে আমার খুব পছন্দ হয়েছে। তিনি যেভাবে কাজ করেন, সেটা আমার পছন্দ। আশা করছি, তিনি দলের হয়ে তিনি সাফল্য পাবেন।’
Comments