বিপিএলের সেরা বোলার: মোস্তাফিজকে টপকে যাবেন ফ্রাইলিঙ্ক-আমির-শহিদুল?

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের আগে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার শীর্ষে আছেন রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান। উইকেট সমান হলেও গড়ের দিক থেকে পিছিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রুবেল হোসেন আছেন দ্বিতীয় স্থানে।
Mustafizur Rahman
ছবি: ফিরোজ আহমেদ

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের আগে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার শীর্ষে আছেন রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান। উইকেট সমান হলেও গড়ের দিক থেকে পিছিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রুবেল হোসেন আছেন দ্বিতীয় স্থানে।

কিন্তু তাদের দুজনের দলই ছিটকে গেছে আসর থেকে। ফলে খুলনা টাইগার্সের তিন পেসার রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির ও শহিদুল ইসলামের সুযোগ রয়েছে মোস্তাফিজ-রুবেলকে পেছনে ফেলার। ফ্রাইলিঙ্কের উইকেট ১৯টি। আমির ও শহিদুল পেয়েছেন ১৮টি করে উইকেট।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিপিএলের সপ্তম আসরের ফাইনালে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এ ম্যাচ শেষেই জানা যাবে মোস্তাফিজ ও রুবেল শীর্ষ দুটি স্থানে থাকতে পারছেন কি-না।

আসরের শুরুর দিকে আলো ছড়াতে না পারলেও যতই সময় গড়িয়েছে, ততই নিজেকে ফিরে পেয়েছেন মোস্তাফিজ। ১২ ম্যাচে এই বাঁহাতির সংগ্রহ ২০ উইকেট। গড় ১৫.৬০। ওভারপ্রতি দিয়েছেন ৭.০১ রান।

১৩ ম্যাচে রুবেলের উইকেট সংখ্যাও ২০টি। বিপিএলে নিয়মিত ভালো করা এই পেসার উইকেট শিকার করেছেন ১৭.৮৫ গড়ে। ইকোনমি ১৭.৮৫। ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন পেস দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক। তার গড় ১৮.৮৯। ইকোনমি ৭.৩২।

১৮ উইকেট পেয়েছেন তিনজন। চট্টগ্রামের তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা এবার ঝলক দেখিয়েছেন। ১০ ম্যাচে ১৫.৮৩ গড় ও ৭.৫০ ইকোনমি নিয়ে তিনি আছেন চার নম্বরে। তার দল অবশ্য এরই মধ্যে বিদায় নিয়েছে আসর থেকে।

পাঁচ নম্বরে আছেন বিপিএলের ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড গড়া পাকিস্তানের বাঁহাতি পেসার আমির। তার গড় ১৭.৭৭। ওভারপ্রতি দিয়েছেন ৬.৯০ রান। তার পরের অবস্থানে আরেক স্থানীয় তরুণ পেসার শহিদুল। এই ডানহাতি উইকেট দখল করেছেন ২০.৭২ গড়ে। তার ইকোনমি ৮.২৮।

এবারের বিপিএলে গতি তারকাদের জয়জয়কার। শীর্ষ ছয়ে নেই কোনো স্পিনার। ১২ ম্যাচে ১৫ উইকেট নেওয়া কুমিল্লা ওয়ারিয়র্সের আফগান অফ স্পিনার মুজিব-উর-রহমান আছেন সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার সাত নম্বরে।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

7h ago