বিশ্বব্যাপী তাপমাত্রা আরও বাড়বে

australia wildfire
আগামী দিনগুলোতে বৈশ্বিক আবহাওয়া আরও উষ্ণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। ছবি: ভিডিও থেকে নেওয়া

গেলো দশককে সবচেয়ে উষ্ণ আবহাওয়ার দশক হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে আগামী দিনগুলোতে বৈশ্বিক আবহাওয়া আরও উষ্ণ হতে পারে বলেও সতর্কতা প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি জাতিসংঘ জানিয়েছে, ২০২০ সাল থেকে শুরু করে পরবর্তী সময়ে বিশ্বব্যাপী তাপমাত্রা আরও বাড়বে। যার ফলে আবহাওয়া আরও উষ্ণ হবে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, বিশ্বব্যাপী তাপমাত্রা ভয়াবহ হারে বেড়েছে। এর ফলে ইতোমধ্যে বরফ গলা, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও অ্যাসিডিফিকেশন বৃদ্ধি এবং আবহাওয়া উষ্ণ হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে ডব্লিউএমও জানিয়েছে, ২০১৬ সালের পরে ২০১৯ সালটিকে দ্বিতীয় উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করা হয়েছে।

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়াসহ বিশ্বের বেশকিছু অঞ্চল। এর মধ্যে অস্ট্রেলিয়ার দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৪ জন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ঘরবাড়ি এবং পুড়েছে প্রায় ১০ মিলিয়ন হেক্টর জমি।

জাতিসংঘ গত বছর জানিয়েছিলো, মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ৭ দশমিক ৬ শতাংশ হারে কমিয়ে আনতে পারলে উষ্ণতা বৃদ্ধি হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যাবে।

কিন্তু, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে, বছর বছর বেড়েই চলছে বৈশ্বিক তাপমাত্রা।

Comments

The Daily Star  | English

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

25m ago