সড়ক দুর্ঘটনায় আহত শাবানা আজমী

shabana azmi
অভিনেত্রী শাবানা আজমি।

প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ শনিবার (১৮ জানুয়ারি) ভারতের মুম্বাই-পুনে মহাসড়কে ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আহত হন প্রাইভেট কার আরোহী শাবানা আজমী ও গাড়ীর চালক।

বর্তমানে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী শাবানা আজমী।

রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর জানান, মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুরের কাছে বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। 

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রাইভেট কারটিতে শাবানা আজমী ছাড়াও তার স্বামী জাভেদ আখতার ছিলেন। তবে, জাভেদ সুস্থ আছেন।

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

22m ago