ঢাকার দুই সিটিতে ভোট ১ ফেব্রুয়ারি
সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণের তারিখ দুই দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জরুরি বৈঠক শেষে আজ শনিবার সন্ধ্যায় ভোটের নতুন তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
সরস্বতী পূজার দিন ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
একই দিনে ভোট ও পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তনের দাবি তুলেছিল নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল, প্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), শিক্ষক সমিতি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।
এর পরই আজ বিকেলে রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসে ইসি। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার ভোটের তারিখ পরিবর্তনের ঘোষণা দেন।
আরও পড়ুন:
Comments