সিটি নির্বাচনের কারণে পেছাল এসএসসি পরীক্ষা
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, সেদিন ঢাকার দুই সিটিতে নির্বাচনের কারণে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।
৩০ জানুয়ারি ভোটগ্রহণের কথা থাকলেও সেদিন সরস্বতী পূজার তিথি থাকায় ছাত্র আন্দোলন ও বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এসএসসি পরীক্ষা পেছানোর কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী দিপু মনি খুব শিগগিরই এই ব্যপারে প্রেস ব্রিফিং করবেন।
Comments