চীনে ‘রহস্যময় ভাইরাসে’ আরও ১৭ জন আক্রান্ত
চীনে ‘রহস্যময় ভাইরাসে’ আক্রান্ত আরও ১৭ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। চৈনিক নববর্ষের প্রাক্কালে এ ভাইরাসের সংক্রমণ নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছে দেশটির কর্তৃপক্ষ।
নববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে চীনে জড়ো হতে শুরু করেছেন লাখো মানুষ। এসময় দেশব্যাপী ভাইরাসটি ছড়িয়ে পড়লে তা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উহান পৌরসভা স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত চীনের মধ্যাঞ্চলীয় উহান প্রদেশেই এ ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে। সেখানে মোট ৬২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ইতিমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ভাইরাসটির ব্যাপারে ‘ব্যাপক প্রাদুর্ভাবের’ সতর্কবার্তা পাওয়ার পর যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ এশিয়ার অনেক দেশের বিমান সংস্থাই উহান থেকে আগত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।
আরও পড়ুন:
Comments