বুধবার থেকে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

স্টার অনলাইন রিপোর্ট

আনুষ্ঠানিকভাবে আগামী বুধবার (২২ জানুয়ারি) ইলেক্ট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সেবা উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই দিন ই-পাসপোর্ট পরিষেবা এবং স্বয়ংক্রিয় সীমান্ত ব্যবস্থাপনা বা ই-গেট উদ্বোধন করবেন। এর পরই উত্তরা ও যাত্রাবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও আগারগাঁওয়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে।

সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকায় ই-পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ক্রমান্বয়ে ৭২টি আঞ্চলিক ও বিভাগীয় পাসপোর্ট অফিস ও বিদেশে ৮০টি মিশনে এই ব্যবস্থা চালু হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ই-পাসপোর্টে থাকা একটি চিপে এর বহনকারীর যাবতীয় তথ্য সংরক্ষণ করা হবে। ডিজিটাল সিগনেচারের মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে পাসপোর্টধারীর পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হবে।

দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশে ই-পাসপোর্ট সেবা চালু হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

51m ago