৩ লাখের বেশি পদ শূন্য
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বর্তমানে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ শূন্য রয়েছে। জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ রোববার (১৯ জানুয়ারি) সংসদে এই তথ্য জানিয়েছেন।
এসব শূন্য পদে নিয়োগের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংসদকে অভিহিত করেন প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, সরকারি ২৯০ জন কর্মকর্তাকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) ও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে চুক্তিভিত্তিতে ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন কারণে সরকারি কর্মকর্তাদের ওএসডি করা হয়। এর মধ্যে রয়েছে পদোন্নতি, প্রশিক্ষণে অংশগ্রহণ, উচ্চশিক্ষা ও ব্যক্তিগত কারণ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অধীনে ৮৮,১২৩টি পদ তৈরিতে ২০১৯ সালে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আওয়ামী লীগের এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার।
Comments