এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

Andrew Kishore
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর। ছবি: সংগৃহীত

সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার  নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, “আজ (১৯ জানুয়ারি) ক্যান্সারে আক্রান্ত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য প্রধানমন্ত্রী সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন। এসময় তিনি চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেন”।   

আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ সংগীত শিল্পী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত সেপ্টেম্বরে তিনি ‘নন-হজকিনস লিম্ফোমা’ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন।

এর আগেও প্রধানমন্ত্রী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন।

Comments