পশ্চিমবঙ্গ থেকে ১ কোটি মুসলিমকে ফেরত পাঠানো হবে: বিজেপি নেতা

এক কোটি বাংলাদেশি মুসলিম ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করছে দাবি করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দীলিপ ঘোষ বলেছেন, এদেরকে ফেরত পাঠানো হবে।
বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবি সৌজন্য: এনডিটিভি

এক কোটি বাংলাদেশি মুসলিম ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করছে দাবি করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এদেরকে ফেরত পাঠানো হবে।

এনআরসি ও নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতাকারীদের বাঙালি বিরোধী ও ভারতের আদর্শের বিরোধী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভারত সরকার দেশজুড়ে এনআরসি করার ব্যপারে দৃঢ় প্রতিজ্ঞ।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনায় এক সমাবেশে দিলীপ ঘোষ আজ রোববার (১৯ জানুয়ারি) এসব কথা বলেন।

ভারত সরকারের ভর্তুকিতে ২টাকা কেজি চাল খেয়ে অবৈধ বাংলাদেশিরা সেখানে জাঁকিয়ে বসেছে বলেও এদিন দাবি করেন দিলীপ ঘোষ।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে সহিংসতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আন্দোলনের নামে রাজ্যজুড়ে অগ্নিসংযোগের ঘটনায় অবৈধ বাংলাদেশিরাই জড়িত।

‘হিন্দু শরণার্থীদের’ পক্ষ নেওয়ায় তাকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়ায় আক্ষেপ নেই উল্লেখ করে বলেন, বাংলাদেশে নির্যাতনের হাত থেকে তাদেরকে পালিয়ে বাঁচতে হয়েছে।

বিতর্কিত এই আইনের বিরোধিতাকারী ভারতের বিশিষ্ট নাগরিকদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের জন্য তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

29m ago